ন্যাচারাল প্রোটিন এর উপকারিতা
GYM -এ ব্যায়াম এর কারনে খাদ্য চাহিদা তৈরি হয়।এছাড়া আমাদের দৈনিক কাজকর্ম, চিন্তাভাবনা ও শারীরিক পরিশ্রমের জন্য দেহের ক্ষয় হয়। খাদ্য সেই ক্ষয় পূরণ করে। তাই দেহের পুষ্টির জন্য খাদ্য একান্ত প্রয়োজন।
খাদ্যদ্রব্য মানুষের জীবনের ভিত্তি ও প্রধান অবলম্বন। ভালো খাওয়া দাওয়া ভালো স্বাস্থ্য, কর্মসামর্থ্য ও দীর্ঘ পরমায়ু লাভের উপায়। কিন্তু ভালো ভালো খাদ্য খেলেও দেখা যায় শরীরে অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায় না। খাদ্য সুষম (ওয়েল ব্যালেন্সড) হওয়া প্রয়োজন। কোন কোন খাদ্য কী কী উপাদান বর্তমান তা জানা প্রয়োজন। ন্যাচারাল প্রটিন এর উপকারিতা শরীরের জন্য অনেক বেশি উপকারি। খাদ্যের মান নির্ণয় করে খাওয়া দরকার। কোন খাবারে কেমন প্রোটিন আছে।
প্রোটিন (আমিষজাতীয় খাদ্য)
 সোয়াবিন, চিনাবাদাম, ডাল, ডিম, মাছ, মাংস, মেটে (লিভার), গুর্দা (কিডনি), চিজ, দুধজাতীয় খাদ্য ছানা প্রভৃতি প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়।
        সোয়াবিন, চিনাবাদাম, ডাল, ডিম, মাছ, মাংস, মেটে (লিভার), গুর্দা (কিডনি), চিজ, দুধজাতীয় খাদ্য ছানা প্রভৃতি প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়।উপকারিতা :
শরীরের তাপ উত্পাদন, দেহের হজমক্রিয়া নিয়ন্ত্রণ, দেহতন্তুর ক্ষতিপূরণ ও শরীরস্থ উপাদানসমূহ নির্মাণ প্রোটিন খাদ্যের কাজ। শরীর গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। আমাশয় রোগে প্রোটিন বিশেষ প্রয়োজন।
তা ছাড়া শরীরের বৃদ্ধি (গ্রোথ), দেহের পুষ্টি এবং মেধা বাড়ানোর জন্য সহায়ক।




 
 
 
 
 
0 comments:
Post a Comment