Search Here

Saturday, 25 July 2015

সুন্দরবনের কেওড়া মধু


সুন্দরবনের কেওড়া মধু:

মধু তার অসাধারণ ঔষধি গুনের কারনে প্রাচীনকাল  
থেকে ব্যবহৃত হয়ে আসছে সুন্দরবনের কেওড়া
মধু ১০০% খাঁটি মধু এবং এটি সরাসরি সুন্দরবন
থেকে সংগৃহীত। আমাদের নিজস্ব মৌয়াল থাকায়  
সঠিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের 
মধু সবচেয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। 
প্রাকৃতিক ভাবে আহরণ করা হয় এজন্য এই মধু 
অন্যান্য সকল মধু থেকে অনেক ভাল। সর্বগুন 
 সম্পন্ন সুন্দরবনের এই মধুর গুনের কথা বলে  
শেষ করা যাবে না স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা,  
সৌন্দর্য চর্চা- কোথায় নেই মধুর ব্যবহার



উৎপত্তি  স্থানঃ - খুলনা জেলার দাকপ থানা অন্তরগত সুন্দরবন থেকে

মধু সংগ্রহ
- সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রাপ্তির পর সুন্দরবন থেকে মধু সংগ্রহ রা হয়

১০০% ন্যাচারাল...

                                                                                                                                                                                                                           খুচরা মূল্য- ৪০০ টাকা



প্রতিদিন ১ চামচ মধু খাওয়ার উপকারিতা

  • শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে।
  • ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে।
  • মধু খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে শরীর হয়ে ওঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।
  • মধু পানি জমে থাকা চর্বি দূর করতে সহায়তা করে থাকে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
  • শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে।
  • মাথা ব্যথা দূর করে।
  • শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে।
  • কাশি-হাঁপানি এবং ঠাণ্ডাজনিত রোগে বিশেষ উপকার করে।
  • মধু কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • যৌন অক্ষমতা দূর করে এবং অটুট যৌবন ধরে রাখে। 
  • এছাড়াও নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে নানাবিধ উপকার পাওয়া যায়।




মধু মধ্যে যেসব ঔষধি গুন  ভিটামিন রয়েছে

ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, আয়োডিন, জিংক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে।

মধু খাবার নিয়ম

প্রতিদিন সকালে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ মধু মিশিয়ে পান করা উত্তম। আপনি চাইলে দিনের যেকোনো সময় অন্য খাবারের সাথেও পরিমিত মধু খেতে পারেন


খাঁটি মধু চেনার কিছু উপায়

মধুর মধ্যে সাধারণত ভেজাল হিসেবে পানি, চিনি ও গুড় আরও অনেক কিছু মেশানো হয় । কেওড়া ১০০% খাঁটি সুন্দরবনের মধু যাহা সরাসরি সুন্দরবন থেকে সংগ্রহীত । ভেজাল প্রমানিত হইলে টাকা ফেরত দেয়া হইবে । ১০০% খাঁটি মধু কখনো নষ্ট হয় না,  ফ্রীজে রাখলে জমবেনা, গন্ধ হবে না বিশেষ করে সুন্দরবনের মধু বোতলের নিচে জমবেনা । তাই আসুন ভেজাল মুক্ত ১০০% খাঁটি সুন্দরবনের কেওড়া মধু সংগ্রহ করে নিজে ব্যবহার করি এবং অন্যকে ব্যবহার করতে অনুপ্রানিত করি ।

0 comments:

Post a Comment